Tea

ব্ল্যাক টি-তে চুমুক দিয়ে দিন শুরু করুন, কেন খাবেন ব্ল্যাক টি?

black tea for health

চা-এ চুমুক না-দিয়ে দিন শুরু হলে অনেকেরই দিনটা কেমন যেনো ফিকে হয়ে যায়। দুধ চা দিয়ে অনেকেই দিন শুরু করেন, যা শরীরের জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে ৷ জেনে নিন, সকালে ব্ল্যাক-টি খাওয়ার উপকারিতা ৷

সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেই প্রথম যে কাজটি করেন তা হল চা পান। চায়ে চুমুক না-দিয়ে দিন শুরু করলে অনেকেরই কাজের এনার্জি আসে না৷ এর জন্য সকালে ঘুম থেকে উঠে লিকার চা খেতে পারেন ৷ এটি ক্যামেলিয়া সাইনেনসিসের পাতা শুকিয়ে প্রস্তুত করা হয়। গবেষণায় বলা হয়, প্রতিদিন এক কাপ ব্ল্যাক-টি পান করলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায়। এটি হজমে সহায়ক এবং স্বাস্থ্যকরভাবে ওজন কমাতে কার্যকরী। ব্ল্যাক টি পলিফেনল ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে ৷ ফলে হজম শক্তি বৃদ্ধিতে সহায়ক হয়  (Health Benefits Of Black Tea) ৷

হার্টের স্বাস্থ্যের জন্য ভালো:  ব্ল্যাক টি-তে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য আপনার হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে দেয়। সকালে দুধ চা এর পরিবর্তে ব্ল্যাক-টি খেলে হার্টের চারপাশের ধমনীতে রক্ত ​​জমাট বাঁধার সমস্যা হয় না।

বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে:  ব্ল্যাক টিতে ফ্ল্যাভোনয়েড এবং পলিফেনলের মতো অনেক অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাওয়া যায় ৷ যা আপনাকে পরিবর্তনশীল আবহাওয়া বা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।

নিউকো টি লিমিটেডের “প্রিমিয়াম ব্ল্যাক টি” অর্ডার করুন এখন ই।

হজমশক্তির উন্নতি ঘটায়:  ব্ল্যাক টি ট্যানিন এবং প্রদাহরোধী বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এমন পরিস্থিতিতে এগুলি খেলে হজমশক্তিও ভালো হয়। এছাড়া এটি পেটে গ্যাস বা বদহজম থেকেও রক্ষা করে। এটি দুধের চায়ের চেয়ে অন্ত্রের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে:  ব্ল্যাক টি খেলে পরিবর্তনশীল আবহাওয়ায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। এটি আপনাকে অনেক ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করতেও খুব কার্যকর । এছাড়াও ব্ল্যাক টি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ৷ যা শরীরের ইমিউনিটি সিস্টেমকেও বাড়াতে সাহায্য করে ৷

সূত্রঃ Health Doctor (India)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *